তুমি আমার ফাগুনের বসন্তবৌরি
আমার হৃদয়রূপ আম্রকাননে
যখন নতুন মুকুলের সুগন্ধ
তুমি বেঁধেছিলে খড়কুটোর নীড়!
তুমি আমার রাতের রজনীগন্ধা
আমার অলফ্যাক্টরি স্নায়ু যখন
নতুন ঘ্রাণের খোঁজে মাতোয়ারা
তুমি কাছে ডেকেছিলে আমায়।
তুমি আমার নীল আকাশ
আমার দৃষ্টি যখন দিগন্তের ওই
মরিচীকার বেড়াজালে আবদ্ধ
তুমি দেখিয়েছো আমায় বিশ্বব্রহ্ম।
আমি তোমার কপালের লাল টিপ
ললাটের বিষুবে উদিয়মান সূর্য
আমি তোমার উন্মুক্ত এলোকেশ
মৃদু বাতাসে বিস্তর স্বাধীনতা
আমি তোমার কাঁচের চুড়ি
ভালোবাসার বিশ্বস্ত অতন্দ্র প্রহরী
আমি তোমার রুপোর নূপুর
ঝনঝন শব্দে মুখরিত বসুন্ধরা
আমি তোমার নীল শাড়ি।
কোমরে গোঁজা গুচ্ছ আচঁল
তুমি আমার নীলাঞ্জনা
বড্ড ভালোবাসি তোমায়।।