ডিপ্রেশন আম্মার পুড়ে ফেলা ভাত; রসুইঘরের দরজায় ক্ষুধার মিছিল।
বোনের এলোমেলো বেণি; বরফের মত দ্রুত গলনশীল পরীক্ষার সময়।


ছোট ভাইয়ের ভুলে যাওয়া পারা; হুজুরের অহেতুক বকা।


ডিপ্রেশন দাদির শেষ হওয়া অসুধের খোসা; জর্দার খালি কৌটা আর বাটায় আধাপঁচা পান।


বুকপকেটে খরচার সুবিশাল ফর্দ; ঋণের ভারে রুকু-সিজদায় আব্বুর ভুল তসবি।


বেকার যুবকের প্রেমিকার বিয়ের সানাই।
ফ্যাসিবাদ বিরোধী মিছিলে পুলিশের গুলি; দেশমুক্তির কাতরতা।


আর—
আমার ডিপ্রেশন মানে মেহেনাজ আক্তার এ্যানি।