ধীরে ধীরে তুমি ক্ষয়ে যাও হে জীবন ,
একটু একটু শেষ হও তুমি মন ,  
ধিকি ধিকি জ্বলতে জ্বলতে তুমি -
বাঁচতে পারবে আর কতক্ষন ?
শরীরে মনে বিলম্বিত বিষক্রিয়া ,
পাথর হও -  পাষাণ হও মরমিয়া ।


প্রতিদিনের ভিড়ে মিশে মিশে পথ চলা ,
"ভালো আছি " কথাটি বার বার হেসে বলা ,
সারাদিনের কাজ পরিপাটি সেরে নাওয়া ,
সমাজিক হয়ে এক সুরে গান গাওয়া ।


যত দূরে দূরে সরে যায় দিন আলো ,
ধীরে ধীরে ভিড় মুছে আসে আশপাশে ,
মেঘ ভেদ করে - তারাদের পাশ কেটে ,
স্বমহিমায় ভেসে ভেসে চাঁদ আসে।
অাশরীরী - মনে চাওয়া পাওয়া ঘিরে ধরে ,
ক্ষুধিত পাষাণ জেগে ওঠে ধীরে ধীরে ,
দুটি প্রানে - আলিঙ্গনে - অাশ্লেষে - চুম্বনে ,
নিবিড় স্পর্শে - সহজিয়া গাঢ় ঘ্রাণে ,
প্রেম নিবেদনে - নিঃশেষে অাপ্রানে ।


দুটি হৃদয় অঙ্গাঙ্গি মিশে রয় হরবখত ,
মেহের হাঁকে - "সব ঝুট হ্যায় ,
তফাৎ যাও ও ও ... তফাৎ .."


তফাৎ তারা প্রতিদিন যায় ,
প্রতিরাতে পুনরায় মিলন ,
পাগল মেহের এর "ক্ষুধিত পাষাণ " -
          নশ্বর আজীবন ।