ছেলেবেলায় অবাক হয়েছিলাম সূর্য দেখে,
সূর্যের উত্তাপে পুড়ে যেতাম রোজ,
দিন দিনান্তে সূর্য হলে তুমি,
তোমার ভালোবাসার উত্তাপে পুড়ে অঙ্গার হলাম,
সে আমার নির্বাক সময়,
সে ছিল আমার পোড়ার সময়,
"ভালোবাসা দিলাম তোমায়" বলার সময়;
এরপর কেটেছে সময় গণন-অগণন,
জমেছে কথা গোপন-অগোপন,
প্রিয়তমা,আজ তুমি সূর্যোদয় দেখে উল্লসিত হও,
আর আমি নির্ঘুম রাত কাটাই,
তোমাদের এই পাপের নগরীতে;
কারণ আমি হয়েছিলাম অঙ্গার,
তোমার ভালোবাসার উত্তাপে!