অসহায়ত্ব যখন  চূড়ান্ত পর্যায়ে পৌঁছে,   বিবেক ও জ্ঞান হারিয়ে যায়,
প্রাণ বাঁচিয়ে  রাখা  তখন  বিরক্তিকর!
রিক্ত ও নিঃস্ব মানব,  সাথে অবজ্ঞার পরশ, মৃত্যুর দ্বারে ঠেলে তারে;
রঙের পৃথিবীটা অন্ধকারে ঢেকে যায়৷
বেদনার নীল-অনল, অন্তর পুড়িয়ে বানিয়ে দেয় একটি যজ্ঞের নগরী!
স্বাভাবিক ভাবে  টিকে থাকা  যায় না৷
সমুদ্রের লোনা-জলে— মেটানো যায় না কভুৃ  তৃষ্ণার্তের পিপাসাকে,
অস্ত-রবির সাথে ডুবে  যায় স্বপনেরা!
হতাশার  শূন্য-মরু-ভূমিতে  মরীচিকার ধূম্রজাল, নিয়ত ধাঁধায় ফেলে;
স্রোতহীন নদীতে— শৈবালের   মেলা!
পূর্ণিমার-রূপালি-চাঁদ,   মন ভরাতে পারে না,  ক্ষুধার্তের তামাটে-আকাশ;
শোক ও দুঃখে   বিকারগ্রস্ত   এ বিশ্ব৷


রচনাকাল— ০৩/০২/২০২২ খ্রিষ্টাব্দ৷