অলঙ্কারের প্রকারসমূহ:—
আশরাফুল ইসলাম
অলঙ্কার প্রধানত দুই প্রকার৷ ক) শব্দালঙ্কার,
খ) অর্থালঙ্কার৷
শব্দালঙ্কারের প্রকারসমূহ— ১| অণুপ্রাস, ২| যমক,
৩| শ্লেষ, ৪| বক্রোক্তি, ৫| পুনরুক্তবদাভাস৷
অনুপ্রাসের প্রকার—
১| অন্ত্যানুপ্রাস, ২| বৃত্ত্যনুপ্রাস, ৩| ছেকানুপ্রাস,
৪| শ্রুত্যনুপ্রাস, ৫| আদ্যানুপ্রাস, ৬| মধ্যানুপ্রাস,
৭| লাটানুপ্রাস৷
যমকের প্রকার— ১| আদ্যাযমক, ২| মধ্যযমক,
৩| অন্ত্যযমক, ৪| সর্বযমক৷
শ্লেষের প্রকার— ১| সভঙ্গ শ্লেষ, ২| অভঙ্গ শ্লেষ৷
বক্রোক্তির প্রকার— ১| শ্লেষ-বক্রোক্তি,
২| কাকুবক্রোক্তি৷
অর্থালঙ্কারের প্রধান প্রকারসমূহ—
১| সাদৃশ্যমূলক অলঙ্কার,
২| বিরোধমূলক অলঙ্কার,
৩| শৃঙ্খলামূলক অলঙ্কার,
৪| ন্যায়মূলক অলঙ্কার,
৫| গূঢ়ার্থ-প্রতীতিমূলক অলঙ্কার৷
এই প্রকারগুলোর ভেতর আরো অনেকগুলো প্রকার রয়েছে৷
(চলবে.......)