মিলাদ, সিরাত পালন করি,  
                         দরুদ পড়ি "নূর-নবীর"
আমি মুসলিম, সুন্নী মু'মিন,
                      আল্লাহ্ বলে নুয়াই শির৷
নামায, রোজা, হজ্ব, যাকাতে—
                          মুসলমানি প্রকাশ হয়,
আল্লাহ্ তা'লা একক ইলাহ,
                       অন্যরা কেউ ইলাহ নয়৷
মুহাম্মাদ "শ্রেষ্ঠ-রাসূল"
                      তাঁর পরে আর নেই নবী,
সৃষ্টিকুলের অনুকম্পা,
                          যাঁর খাতিরে হয় সবি৷
সাহাবাগণ ক্ষমা প্রাপ্ত,
                     আঁকড়ে ছিলেন সত্যপথ,
কুরআন-হাদিস মানতে হবে,
                          ছাড়তে হবে ভ্রান্তমত৷
মাহদী, ঈসা আসবে ভবে,
                         মুসলমানের হবে জয়,
অবিশ্বাসী অপবিত্র,
                          আল্লাহকে করো ভয়৷
সুযোগ পেয়ে ভণ্ড তোরা,
                      মাহদী, ঈসা সাজিস নে!
মূর্খগুলো না জেনে সব
                        প্রচারে তাই নামিস নে৷


রচনাকাল— ১৩/১০/২০২১ ইং