জীবন মানে অবোধ হয়ে শরীর খেটে মরা!
সুখের আশে দিবস-রাতে বেহুঁশ হয়ে পড়া!
লাভের নেশা মাথায় নিয়ে চাঁদের হাটে দোলা!
বিলাস মোহে নাচন করে, পরের গলে ঝোলা!


জীবন মানে সকল ভুলে নিজের কথা ভাবা!
কাঁদুক লোকে জগৎ-জুড়ে, সুযোগ ছাড়ে হাবা!
ছলের কলে আরাম খোঁজে আপন দূরে ঠেলা!
পাপের দেশে আবাস গড়ে নানান রঙে খেলা!


জীবন মানে কামের লীলা, পশুর মতো চলা!
খারাপ কাজে জমুক প্রীতি, সদায় মিছে বলা!
বাহির মানু' ভেতর পশু, অসুর হাসে লাজে!
জীবন মানে এমন দেখে— শূকর সাধু সাজে৷


রচনাকাল— ০৪/১০/২০২১ ইং