শরতের এই দুপুরবেলা—
    চারপাশে দারুণ নীরবতা!
           বইছে মৃদুহাওয়া, বসে আছি একেলা,
           বৃক্ষের শাখায়— পাতারা করে খেলা৷
হৃদমাঝে জমেছে কত কথা!


মেঠোপথে ললনাদের চলা—
                    সাদা মেঘে আকাশ ঢেকে রাখা,
মেঘ ও সূর্যের  কী লুকোচুরি খেলা!
ডোবার জলে ঐ বলাকাদের মেলা;
                        নড়ছে যে কাশফুলের শাখা৷


আছে মাঠ আউশ ধানে ভরা,
         কাটছে কৃষকেরা, বিকেলে দেবে মাড়া;
আমন করেখেলা, মাঠ নয় কো ফাঁকা৷
             তালগাছে রয়েছে তাল পাকা—
    খেতে বড়ই স্বাদ তালবড়া৷


রচনাকাল— ২০১৮ ইং