রডের বদলে বাঁশের ব্যবহার, এই শতকের মহা-বিস্ময়,
আমরা বাঙালি আবিষ্কারে বিরাট, বাকি বিশ্ব পায় ভয়;
ব্রিটিশ আমলের রেলপথ যা আজও তা, কীযে উন্নয়ন!
সেই কালে ছিলো  'সরকারি-মাল গঙ্গায় ঢাল, করি পণ'
বর্তমানে নিজেরা দেশ চালাই,  সরকারি মাল লুটে খাই;
দুর্নীতিতে নোবেল  আমাদের প্রাপ্য,  আমরা সেটা চাই!
পিয়ন থেকে মন্ত্রী, সবাই এখানে সমান সকলে ঘুষ চান,
সত্যকে মিথ্যা বলে চালানো সাথে রয়েছে অপাত্রে দান৷


রচনাকাল— ১৭/১০/২০২১ ইং