আনাড়ী-জীবন, নাড়ি-ছেঁড়া-ধন,  
                               নারী নিয়ে করে খেলা!
হতাশার ছোঁয়া, ফ্যাকাসে আকাশ,
                               জমেছে মেঘের মেলা ৷


দুরন্তপনা — থাকে নারে মনা,   ধূলিকণা হবে গর্ব!
অতীত ভোলানো সুখের স্বপন, অচিরেই হবে খর্ব ৷


যৌবন-বাঁশি — অকারণে বাজে,  
                                বাসি সুরে পায় হাসি!
এ জগতবাসী পরাবে যে ফাঁসি,
                               গ্লানি ঝরে রাশি রাশি ৷


রচনাকাল— ১৪/১১/২০২১ খ্রিষ্টাব্দ৷