(সর্বোত্তম মিল)


অগ্রহায়ণ মাসে চলছে শ্রাবণ-মাসি বৃষ্টি,
পৃথিবীটা বদলে গেছে, বিপন্ন তাই সৃষ্টি!
হৃদয়ে নেই ভালোবাসা নগ্নতা চায় দৃষ্টি৷


অনটনে গ্রাস করেছে অন্তরে নেই শান্তি,
অবেলাতে হারিয়েছে  দেহ থেকে কান্তি;
বঙ্গদেশে লোপ হয়েছে ধর্মে ধর্মে ক্ষান্তি৷


সুখী হতে শুরু করে অন্যের ওপর ক্রান্তি,
নিঃস্বদেরে কষ্ট দিয়ে শান্তি খোঁজা ভ্রান্তি;
বিদায় বেলা শূন্য দু'হাত, অযথা-ই শ্রান্তি৷


রচনাকাল— ০৬/১২/২০২১ খ্রিষ্টাব্দ৷