রোগ-ব্যাধিতে অনেক মানুষ
        কাতর হয়ে কাঁদে,
এই পৃথিবী শোকের আসর
     আটকে আছে ফাঁদে৷


জীবন যেনো ব্যথার সাগর
       অকূলে দেয় পাড়ি,
বিধির লেখা— হয় না বদল
        যতই কাড়াকাড়ি৷


  হাসি, খুশির রঙিন-বিলাস  
        মরণে বাদ সাধে,
খিদের জ্বালা মেটায় না ভাই
       রূপালি ওই চাঁদে৷


  হিসাব কষে জীবন-খাতার
       পাতায় পড়ে ভাঁজ,
মূলর সাথে নেই কোনো মিল
       অসার হলো সাজ৷


  অভাবে হয়  স্বভাব খারাপ
        রোগে মনটা কষা,
     হরণ করে হৃদয়ের সুখ
          বড় করুণ দশা৷
        
রচনাকাল— ১৯/০৯/২০২১ ইং