ঈমান হলো ক্ষীণ
আশরাফুল ইসলাম
দ্বীনের মায়া নেই হৃদয়ে
মুখেই শুধু গাই,
সত্যকর্ম নেই জীবনে
অন্ধকারে ঠাঁই!
মুখোশ পরে ঘুরে বেড়াই
সাধুর বেশে ভাই;
জগতমাঝে পুণ্যহারা
পাপের পথে যাই৷
রং, তামাশায় সময় কাটে
নামায পড়ি কই!
পরের ক্ষতি করবো বলে
নিত্য চেয়ে রই৷
বুকটা ভরা হিংসা, ঘৃণা
ভালো মানুষ নই;
স্বার্থ লোভে, অন্ধ মোহে
হায়না সমান হই!
পরের দ্রব্য লুটে খাওয়ায়
নেই আমাদের লাজ,
মিথ্যা বলা, ধোঁকায় ফেলা
এটাই এখন কাজ;
নিষ্ঠাবিহীন আমল করে
লোক দেখানো সাজ,
নোংরামিতে পোক্ত দারুণ
মাথায় পীরের তাজ৷
ভণ্ড সবাই পণ্ড করি
স্রষ্টাপাকের দ্বীন,
মৃত্যু ভুলে চিত্ত নেচে
ঈমান হলো ক্ষীণ৷
রচনাকাল— ১৬|১০|২০২০