বিজয়ের মাস এলে ঘটা করে গাই গান,
                    বিশ্বতে বাঙ্গালি নিবেদিত মহাপ্রাণ!
নেতাদের বক্তৃতা, কবিদের কবিতায়,
আমাদের বিজয়ের সফলতা এই হায়!


চারযুগ চলে গেলো, রাহাজানি রয়ে গেলো,
           এ দেশের মানুষেরা শুধু এক দেশ পেলো!
দুর্নীতি আমাদের অর্জন সেরাটাই,
এই খাতে এ দেশের সম আর কে রে ভাই!


মা'র বুকে শিশু মরে নাখেয়ে যে দেশটাতে,
             বাবা কাঁদে লজ্জাতে ধর্ষিতা মেয়ে সাথে!
অনাচারে দেশ ভরা, এই হলো স্বাধীনতা!
আজগুবি কাজ দেখে ক্ষোভে, দুখে বলি কথা৷


সৎকাজ, সৎপথ করে সবে বর্জন,
                  বিজয়ের মাস এলে দেয় খুব গর্জন!
সুদে, ঘুসে চলে দেশ, মানবতা হলো শেষ!
ভাবি আর হাসি আমি, কেটে যায় দিন বেশ৷


রচনাকাল— ২০১৮ খ্রিষ্টাব্দ৷