মন্দ মানুষ গন্ধ ছড়ায়
দ্বন্দ্ব বাঁধায় সবখানে,
মিথ্যা কথার গল্প শুনায়
বিদ্যাবিহীন ছল জানে৷
নষ্ট হৃদয়, ভগ্ন কলম—
কাব্য রচার সাধ কতো!
ভ্রষ্ট পথের নিষ্ট পথিক—
বিশ্ব জয়ের পণ শতো৷
বুদ্ধি দারুণ, শুদ্ধি করুণ,
মৃত্যু পাবার ভয়হারা,
চিন্তা তাদের সত্য বিধান
ধ্বংস করার পায়তারা৷
রচনাকাল— ০৪/০৩/২০২০