তোমার মুখের কথা
লাগে যেনো চিনি,
হৃদয়ে লুকাও বিষ,
খুব করে চিনি৷
বাহিরে সাধুর বেশে
করে যাও মেলা,
গোপনে রোপণ করো
মরণের খেলা৷
ধরা শক্ত চুষে রক্ত,
বাঁচা বড় দায়!
গড়া হয় স্বপ্নসৌধ
নতুন আশায়৷
রচনাকাল-
১০-০৭-২০২০