পাপের হিসাব কষে কষে কেটে যায় রাত,
        আসে না ঘুম চোখের পাতায়;
জীবন বড়ই গোলক ধাঁধা, রয় না থেমে,
          কঠিন পথেই এগিয়ে যায়!


সুখের আশায় পাপের পাহাড় গড়ে উঠে,
           দিনের পর দিন অবিরত—
ছুটে চলা, অজানার দেশ, নেই তো বারণ,
         স্বাধীন সবাই, সুযোগ শত!


     গোলমাল-প্রিয় মানবের এই দেহ-মনে—
           ভীষণ ভোগের রয়েছে লোভ,
বেলা শেষে খালি দুই হাত, আপসোস নিয়ে—
            হারায় স্বপন, হৃদয়ে ক্ষোভ৷
          
রচনাকাল— ২৮/০৯/২০২১ ইং