بسم الله الرحمن الرحيم
*হাইকু পরিচিতি
আশরাফুল ইসলাম
হাইকু বিশেষ ধরনের কবিতা যা জাপানি সাহিত্য থেকে বাংলায় প্রবেশ করেছে৷
জাপানের হাইকু বাংলাতে এসেছে কিন্তু বাংলা ছন্দের নিয়মেই লেখা হয়৷ মাত্রাবৃত্তে ও অক্ষরবৃত্তে প্রত্যেক হাইকু লেখা হয় ৫+৭+৫ মাত্রায়৷ সমিল বা অমিলে লেখা যায়, স্বরবৃত্তে লেখা যায় না৷ স্বরবৃত্তের ব্যতিক্রমি নিয়মে ৫ মাত্রার পর্ব হলেও ৭ মাত্রায় পর্ব নেয়া যায় না৷
উদাহরণ-
*
হাইকু লিখে
যাই'কো ভুলে সব
চলছে রব৷
গুরু আমার
লিখতে করে মানা
লিখছে কানা৷
রচনাকাল-
০৭-০৭-২০১৮
মাত্রাবৃত্তে লেখা, 'হাইকু লিখে'=৫| 'যাই কো ভুলে সব'=৭| 'চলছে রব'=৫৷
'গুরু আমার'=৫| 'লিখতে করে মানা'=৭| 'লিখছে কানা'=৫৷
*
এই কামাল-
যায় কাটিয়ে কাল,
নয় সে টাল৷
আসলে রোগী-
হয় যে ভুক্তভোগী,
কামাল যোগী৷
টানলে বিড়ি-
চায় না কভু ফিরি,
খুঁড়ছে গিরি৷
রচনাকাল-
০৫-০৬-২০২০
অক্ষরবৃত্ত লেখা, ৫+৭+৫ মাত্রায়৷
হাইকুর সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত হলো৷