দু'হাত বাড়িয়ে তোমার কাছে
চেয়েছি ভালোবাসা,
তুমি দিলে তাই অঞ্জলি ভরে
একরাশ লাঞ্ছনা!
আমার হৃদয়ে যে ছবি আঁকা—
তুমি হে প্রিয়তমা!
পদতলে ফেলে পিষেছো তারে
করেছো অবহেলা৷
তুচ্ছ আমি প্রেম আমার দামি
নাওনি তুমি মেনে,
অপমান করে তাড়িয়ে দিলে
কষ্ট পেলাম বুকে৷
সকাল-সাঁঝে, প্রতিদিন কাঁদি
তোমার কথা ভেবে,
উপহাস করে সবাই হাসে
তুমিও সেই দলে৷
নেই অভিযোগ, নেই কো দাবি
হৃদয়জুড়ে ব্যথা!
নীল আকাশের সীমায় দেখি—
ডুবে আমার বেলা৷
তোমার আশায় ছিলাম বসে
নিরাশ করে দিলে,
ভাসছি জগৎ-নদীর স্রোতে
লোপ পেয়েছে দিশে৷
নীড়হারা পাখি নীড়ের খোঁজে
যেমন করে ঘুরে—
ভুবন-পথে হেঁটে চলি আমি
নতুন স্বপ্ন নিয়ে৷
জীবন আমার আঁধারে ঢাকা
কালরাত্রির মতো!
দিকভ্রম হয়ে ছুটছি একা
মরণ তুমি এসো৷
রচনাকাল— ১২-০৬-২০১৮