ইমায়ো(Imayo)
৭+৫+৭+৫
(ক)
পিরিতি ব্যাধি সম,
মানে না মানা,
আঁধারে হেঁটে চলা,
নহে অজানা৷
পি রি তি ব্যা ধি স ম ৭
মা নে না মা না ৫
আঁ ধা রে হেঁ টে চ লা ৭
ন হে অ জা না৷ ৫
(খ)
হৃদয়ে পাপে খেলে,
সাধু বাহিরে,
ছলে ভরা পৃথিবী,
খাঁটি চাহি রে!
"ইমায়ো" হলো এক প্রকার জাপানি কাব্য ৷ যা ৭+৫+৭+৫ মাত্রার চৌপদী বন্ধ ৷ বাংলায় জাপানি কাব্যের রূপ ফুটিয়ে তোলা অসম্ভব না হলেও সহজসাধ্য নয় ৷ "জাপানি শব্দে প্রতিটি দলই স্বরান্ত রূপে উচ্চারিত আর প্রতি দল এক মাত্রা বলে স্বীকৃত" — প্রবোধচন্দ্র সেন ৷ হালকালে বাংলায় "তানকা"(Tanka) "হাইকু"(Haiku) বেশ লিখা হলেও "ইমায়ো"(Imayo) তেমন লেখা হয় না ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাপানি নানান কাব্যরীতি বাংলায় চর্চা করেছেন ৷ সত্যেন্দ্রনাথ দত্ত অনেক বিদেশি কাব্যরীতি চর্চা করেছেন ৷
আশরাফুল ইসলাম
বড় ফেছি,জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট ৷