হাজার কলি পড়ছে ঝরে ফোটার আগে
জীবন-বাগে,
তাদের কথা রয় কি মনে?
যায় হারিয়ে অচিন বনে;
ঝঞ্ঝাটে এই স্বার্থে ভরা পৃথিবীতে—
সবাই তো চায় বিকশিত ফুলটি নিতে৷
রয় না কারো স্মৃতির পাতায়—
হৃদয় খাতায়,
ঝরা কলির গান;
সেই শোকে ভাই আকুল হয়ে,
ব্যাকুল ভয়ে—
কাঁদে আমার প্রাণ৷
রচনাকাল— ১৩|১১|২০২০