পৃথিবীর পথে হাঁটা আজ বড় কষ্ট,
   মানুষের চরিত্র হয়ে গেছে নষ্ট!
         আমি নই অমানুষ, পাপে দিই দৃষ্টি,
              সৃষ্টির প্রতি তবু ঝরে সুখ-বৃষ্টি!
      স্রষ্টার  ইচ্ছাতে ঘটে  সব কর্ম,
আমরা তো বদলেছি নিজেদের ধর্ম!
      নানা রোগ  হানা দেয় নেই তার পথ্য,
   দেখে শুনে বাঁ'য়ে চলি রাখি না যে তথ্য৷


রচনাকাল— ০৩/০২/২০২২ খ্রিষ্টাব্দ৷