কার্তিকের উষ্ণ বায়
আশরাফুল ইসলাম
মনটা চায়— গান যে গায়;
কই সে পায় বাজনা হায়!
মন্দ তাল, ছিন্ন পাল—
মারছে গাল, কাটছে কাল৷
গাত্র তোল, নেত্র খোল,
গন্ডগোল, হট্টরোল!
দোলছে জল, বাড়ছে বল;
নাড়ছে কল, করছে ছল!
আয় রে আয় ক্ষণ যে যায়,
যাস নে ভাই ওই তো বাঁ'য়;
কার্তিকের উষ্ণ বায়—
ধান ক্ষেতের শিষ হেলায়৷
রচনাকাল— ২১|১০|২০২০
(স্বগ্রিণী বা বিজোহা)