মৃত্যুর বাঁশি বাজবে যখন স্তব্ধ হবে প্রাণ,
বিশ্ববাসী নিঃস্ব তখন যাত্রীর নাহি ত্রাণ;
অন্য কিছু হোক বা না হোক,
প্রাণীর আছে মরণের শোক,
কর্ম দোষে হয় না যেনো পুণ্য কভু ম্লান৷
রঙ্গমঞ্চ নয় এ ধরা, ধর্মজ্ঞানে চলো,
আল্লাহ হলেন একক স্রষ্টা, দৃঢ় কণ্ঠে বলো;
বক্ষে রেখো পূর্ণ বিশ্বাস,
তাঁর দয়াতে নিচ্ছো নিঃশ্বাস,
মহান তিনি 'কুন' বলাতে— সৃষ্টি সবি হলো৷
রচনাকাল— ১২|১১|২০২০