আলিম হয়ে মিথ্যা কথা,  হিসাববিহীন  চলছে রোজ,
চাপাবাজির বাজারটাকে গরম রেখে সারছো ভোজ;
রং-তামাশায় বিভোর হয়ে,   লোক-দেখানোর মুসল্লি,
গীবত ছাড়া যায় না সময় অসৎ কাজের নিত্য খোঁজ!
দ্বীনের নামে ভণ্ডামি আর আঁকড়ে আছো সব বিদাত,
অপর মু'মিন  নয় নিরাপদ,  সংযত নয় মুখ ও হাত;
মুখোশ পরা আলিম সমাজ, ভোগের মোহে ব্যস্ত রও!
বংশ সহ   ধ্বংস হবে   মূলে তোমরা    বোকার জাত৷


রচনাকাল— ২৪/০৩/২০২২ খ্রিষ্টাব্দ৷