সার্থক স্বার্থের মোহে  বঙ্গবাসীজন,
                   অন্তরে আকাঙ্ক্ষা নিয়ে বদ্ধপরিকর,
বিনিদ্র রজনি কাটে কুর্কমের-পণ!
                     সঙ্গমে বিবিক্তিপ্রাণ দেখে শশধর৷


কামভোগে কল্লোলিত ক্ষুদ্রকায় জাতি,
                   কুসংস্কারে আচ্ছাদিত হুজুগের দল,
                    স্বদেশের প্রীতিহীন, বক্ষভরা-ছল;
মন্দের আনন্দধাম,   নষ্ট জ্বালে বাতি৷


রচনাকাল— ১৮/০৭/২০২১ ইং
বড়ফেছি, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট৷