তন্দ্রামাখা ভোগের তনু, মুখে মিষ্টি হাসি,
মন্দ কাজে কাটাও বেলা, বাজাও সুখে বাঁশি!
মনের মাঝে পাপের বাসা, পোশাক শুধু দামি!
সাধুর বেশে ভণ্ড-মানব, লোক-সমাজে নামি ৷


পরের মালে হাত চালিয়ে পকেট করো ভারি,
প্রতিবাদীর কণ্ঠ কাড়ো, ফেলে লাশের সারি!
রক্ত দিয়ে মিটাও তৃষা, মানবরূপী পশু!
ছলের কলে ফায়দা তুলো, যায় হারিয়ে বসু ৷


দ্বীনের পথে চলবে যাঁরা, রুখো তাঁদের গতি,
বন্ধু সেজে নানান ভাবে, করো ভীষণ ক্ষতি!
আঁধার দেশে নাও ভুলিয়ে— সত্য থেকে দূরে!
স্বার্থ শেষে টিসুর মতো ফেলো আবার ছুঁড়ে ৷


রচনাকাল— ১১,০৫,২০২১ ঈসায়ী৷