স্বপ্নেরা হারিয়ে যায় গভীর অন্ধকারে,
শ্যামলিমা বিলীন হয় মরুর ময়দানে!
আকাশের নীল স্থান করে নেয় অন্তরে,
হতাশার ঘনঘটায় ঢেকে রাখা জীবন!
মহাশূন্যতার আঘাতে ক্ষতবিক্ষত প্রাণ৷


সমুদ্রের তরঙ্গ ভাসিয়ে দেয় সকল সুখ,
লোনাজলে মিটে নাতো পিপাসীর তৃষা!
ঝরাফুল কাঁদে শোকে, হয় নি মালা,
অকারণে বিকশিত; এলো না ভ্রমর!
মিতালি ওঠে নি গড়ে, হলো না মৈথুন৷


মনের আকাঙ্ক্ষারা পালায় দূর থেকে দূরে—
কঠিন বাস্তবতার নির্মম ব্যথাতুর যাতনায়;
সাইমুম ঝড়ে তাড়িত বালুকারা  উড়ে গিয়ে—
আনন্দের নদীকে মেরে ফেলে চিরতরে!
সৃষ্টির লক্ষ্য হারিয়ে যায় বিকৃত জীবনে৷


রচনাকাল— ৩০/০৯/২০২১ ইং