যাও হারিয়ে নেই মানা,
এই দেশে আজ বেশ কানা,
কোথায় যাবে সব জানা,
মনের বাগে দেয় হানা৷
আঁধার পথে যায় মানব,
কর্মে যেনো ঠিক দানব!
হৃদয় তাদের প্রেম-বিহীন,
জল খসানো রাত্র-দিন!
পুরুষ বলে নারীর দোষ,
দেয় না যদি টানতে জোশ!
নারীর দাবি পুরুষ ঠক,
উড়াল মারে মিটলে শখ!
ডাক্তারি আর নয় পেশা,
ধান্দামিতে খুব নেশা!
পুলিশ বলে চোর সবাই,
ঘুষ ঢালিলে কিছুই নাই!
দুর্নীতি বাজ নেতার ঢক,
রক্ত চুষার আঁকছে ছক!
আদালতের ধোঁকাই সার,
প্রহসনের বিচার ভার!
কাটলে সমান চুল ও লোম,
মারতে মানুষ ফোটায় বোম!
নানান রঙের এই ধরা
দেখবে না তা সাধমরা!
জীবন বড় আজব ঘর,
নদীর তীরের বালুচর!
মরণ হলো স্বার্থপর,
তার কাছে নেই আপন-পর৷
রচনাকাল— ২৭-১১-২০২০
(ভাগিনা হাসানের একটা লেখার জবাবে লেখলাম)