স্বাধীনতা তুমি  খাঁচায় বন্দি ময়না-পাখির ডাক,
লক্ষ প্রাণের বিনিময়ে আসা ব্যর্থ বাঙালির হাঁক!
স্বাধীনতা তুমি নারীর আঁচলে আবদ্ধ বাংলাদেশ,
      দুর্নীতিতে বিশ্বে সেরা, শান্তি ও ন্যায় শেষ৷


স্বাধীনতা তুমি  বৃদ্ধ-লোকের আশ্রমে পাওয়া ঠাঁই,
পিতা-মাতা আজ বিরাট বোঝা ঘরে জায়গা নাই!
স্বাধীনতা তুমি ভোটের নামে মস্ত প্রহসন,
ধোঁকায় পড়ে বোকাদের মতো দিশেহারা জনগণ৷


স্বাধীনতা তুমি  অত্যাচারীদের প্রশস্ত করা হাত,
দুর্বল মেরে উল্লাসে মেতে কাটানো দিবস-রাত!
স্বাধীনতা তুমি  দেশটা জুড়ে  ধর্ষিতার চিৎকার,
     সন্ত্রাসীদের পদচারণায় চারদিকে হাহাকার৷


রচনাকাল— ২৮/০৩/২০২২ খ্রিষ্টাব্দ৷