জীবনটা খুব জটিল পথে চলে,
কখনো সুখ, কখনো দুখ—
কাটে এমন স্রোতের ধারা ধরে,
কঠিন সময় সাবাই সরে পড়ে;
এড়িয়ে যায় লুকিয়ে মুখ—
নানান কথা বলে৷
অনেক স্বপন, অনেক আশা—
বাস্তবে হয় ব্যথায় ভরা,
আঘাতে মন জ্যান্ত মরা;
তিক্ত রাগে হারিয়ে ফেলে ভাষা৷
বুক ভাসিয়ে চোখের নীরে—
মরণ-বাঁশি বাজায় শেষে ধীরে৷
জীবন বড় আজব রূপে ঘুরে,
রহস্য তার কে বুঝিতে পারে!
চঞ্চল মন খুঁজতে ছোটে দূরে,
জানে না কেউ কলকাঠি কে নাড়ে৷
পাপের মাঝে ডুবে আছি আমি—
রক্ষা করো ওহে অন্তর্যামী!
রচনাকাল— ২৮-১১-২০২০