অঙ্গ দোলা
আশরাফুল ইসলাম
তোমার ওই অঙ্গ দোলা চলন দেখে—
মন আমার জগত ভোলা কাব্য লেখে৷
হস্তে ধরে হারিয়ে যাবো ইচ্ছে জাগে,
স্বপ্ন দেখি তোমায় পাবো শান্তি লাগে৷
হাসছো বুঝি শুনছো যারা আমার কথা,
প্রেমের জ্বালা পাগল পাড়া হয় অযথা৷
জীবন মাঝে প্রেমের বায়ু লাগলে এসে—
দেয় বাড়িয়ে আশার আয়ু পরান দেশে৷
রচনাকাল— ১৮|১০|২০২০