শরৎ কালে শুভ্র মেঘে আকাশ ঢাকা বিকেল বেলা—
প্রিয়ার হাতে আঁকড়ে ধরে নদীর তীরে চলুক খেলা,
বৃক্ষ শাখে পাখপাখালি মনের সুখে করুক মেলা;
রাখাল ছেলে বাজাক বাঁশি, কে করে তার সুরকে হেলা?


শাপলা ফোটা বিলের জলে মৎস দলে নাচন তুলে—
শরৎ কালে শুষ্ক রোদে উতলা মন থাকুক ভুলে,
চতুরপাশে ঘ্রাণ ছড়ালো নানা প্রকার বনের ফুলে;
কয়েকটাকে জোটনা বেঁধে লাগিয়ে দেবো প্রিয়র চুলে ৷


রচনাকাল— ০৯|১০|২০২০