রঁদো-০১
আশরাফুল ইসলাম
হৃদয় জুড়ে নানান খেলা,
দারুণ সুখে কাটছে বেলা;
প্রিয়ার হাতে হাতটি ধরে-
চলুক লীলা আঁধার ঘরে;
ধরণী ওই রঙের মেলা৷
কামের জ্বালা মারছে ঠেলা,
খেমটা তালে বিবেক মরে,
সেরেছে কাজ অসুর চেলা৷
মরণ হানা— চলছে হেলা,
পানের গ্লাসে টানতে গেলা;
ঢালছে সাকি গ্লাসটা ভরে—
বাইজি নাচে, শরীর নড়ে;
জীবন যেনো সাধের ভেলা৷
তারিখ— ১৩|১০|২০২০