বাঁশ ভাবে ওই লম্বা হয়ে আকাশটাকে ছুঁবে,
কাকে এসে ভাঙলো মাথা গর্ব গেলো ডুবে ৷
টুনটুনিটা করবে শিকার, বাঘ মারিতে যাবে!
ইঁদুরে তার ঘাড় ভেঙেছে, দারুণ স্বাদে খাবে ৷
হাতির বড়াই বিরাট শরীর পিষবে সবি পায়ে,
পিঁপড়ে ঢুকে কামড়ে কানে, খুব সে ছোট গায়ে ৷
বহু মানুষ, হারিয়ে হুঁশ, ইচ্ছে মতো চলে!
বুঝবে সেদিন, মরণ যেদিন, ধরবে চেপে গলে ৷


রচনাকাল— ২৮,০৪,২০২১ ঈসায়ী