এ ধরনীর যত বড় কাজ শুরু হয় কাল থেকে,
আজই কেন নয়,প্রশ্নের জবাব মিলে না কোনো চোখে।
যতবার বলি কাল থেকে শুরু জীবন গড়ার কাজ,
তলিয়ে যায় সমস্ত গতি,শুরু কেন নয় আজ?
বিদ্যা বেলায় ওহে কৈশোর করিও না কাল এর ভুল,
কাল থেকে যে শুরু হবে নাকো, আজ যদি না করো মুল
কাল থেকে সব শিখবো আমি, এ কেনো এক মিথ্যাবাণী
আজই যদি না শিখিবে, তবে কাল হবে না জানি।
আজকের দিন শ্রেষ্ঠ যে দিন,দিয়েছে প্রকৃতি  তোমায়,
তুমি পারো যদি শুরু করো আজই,
পাবে না যে কাল সময়।
যত বড় বড় খ্যাতনামা আর যত বড় কৃত কাজ,
সকলি হয়েছে আজকে শুরু,
কাল থেকে শুরু এ কথাটি মিছক,
আজই হোক তব সাজ।