যত বড় মহামারী আসিয়াছে ভরি,
   সকলি মানুষ ভুগেছে কত করেছে হাহাকারি।
বন্যা,করোনা,দুর্ভিক্ষ আরো ঝরের বান,
    কত যে মহান ব্যক্তিগুনী দিয়েছে তাদের ত্রান।
বৃত্তবর্গ কখনো কখনো হয়ে ওঠে কত মহান,
    অসহায়ত্বের পাশে দাঁড়িয়ে দিয়ে যায় কত ত্রান।
কত অসহায় মানুষের মুখে তুলে দিল শুধু অন্য,
    শত বাধা কষ্ট ভুলে হয়ে যায় তারা ধন্য।
বন্যাকালীন কত অভাগা হারিয়ে বসতঘর,
    প্লাবিত করে,ঘর করিয়ে দিয়েছে তাদের পর।
তবু ভুখাদের কষ্ট তারনা দূর  করিয়া বাঁচিয়া তুলে জান,
     কত মহান দিয়েছে অন্ন মুখে তুলে যে ত্রান।
সকল কষ্টের সাথেই মোরা হব আজই ধন্য,
    ত্রানের দলে নাম লিখে নয়, মুখে তুলে আজ অন্ন।