ঐ দূর আকাশের প্রান্ত,
ভালোবাসার এক অসীম সীমান্ত।
এ দেহের নীরব কিছু কথা —
আমি বলতে চাই তাহা।

আমি আসক্ত, আমি নিকৃষ্ট,
আমার ভালোবাসা — না বলা কিছু কথা।
তোমাতে আমি ভীতু,
কিন্তু দেখ,
বিশ্বজগতে আমি উন্মাদ, আমি দুর্বার!
তোমাকে পেতেই হবে তেমন কিছু নয়।

তুমি হৃদয়ের এক অসীম ভালোবাসা,
তুমি আমার হৃদয়ের আর্তনাদ,
তুমি এক অতৃপ্ত ভালোবাসা।