টাপুর টুপুর বৃ‌ষ্টি প‌ড়ে
গগন ডা‌কে ঐ।
মা‌গো তু‌মি শয়ন কা‌ছে
বা'জান গে‌ছে কই?


বা'জান মো‌রে কই‌তো মা‌গো
বু‌কের মা‌ঝে নিয়া।
ডর কি‌রে মা, বা'জান আ‌ছে
ডাকলে তব দ্বিয়া।


ঐযে শোন বিকট আওয়াজ
বজ্র প‌ড়ে বু‌ঝি!
ও মাগো মা, ড‌রে ম‌রি
নাওনা বুকে গু‌জি।


আজ‌কে য‌দি থাক‌তো বা'জান
‌কিযে মজা হত।
রান্না হত ডিম-‌খিচু‌ড়ি
বা'জান খাই‌য়ে দিত।


‌দিন কে‌টে যায়, রাত কেটে যায়,
মাস চ‌লে যায় কত;
আঁধার রা‌তে ডর ক‌রে মা
বা'জান আ‌সেনা‌তো!


বা'জান না‌কি ঘুমায় এখন
‌তেতুল গা‌ছের ত‌লে।
স‌ত্যি কি কয় পাড়ার লো‌কে?
‌চোখ ভি‌জে যায় জ‌লে।


তু‌মিও কি কাঁদছো মা‌গো
ও‌দের কথা শুনে?
‌কেঁদোনা মা, আস‌বে বা'জান
কয় যে ডে‌কে ম‌নে।


২১/০৭/২০১৭, বিকাল  ৫:০০ ম‌ি :