সবুজ শ্যামল গ্রাম খা‌নি মোর, স্বপ্ন মায়ায় ঘেরা
‌হাজা‌র গাঁ‌য়ের উপমা সে‌ যে, সব গাঁয়েরই সেরা।
ফস‌লের মা‌ঠে দ‌ক্ষিণা হাওয়ায় সোনার ফসল দো‌লে‌
‌শি‌শির ভেজা ঘা‌সের বু‌কে রোদ্র ঝলম‌লে।


আঁধার-কা‌লো রা‌তের আকাশ তারায় ঝিঁকি‌মি‌কি
ব‌টের শাখায় প্রদীপ জ্বে‌লে জোনাকিরা দেয় উঁকি।
ঝিঁঝিঁ পোকার মধুর সু‌রে মনটা নে‌চে ওঠে
প‌থের ধা‌রে পুকুর পা‌ড়ে হাসনা‌হেনা ফোঁটে।


‌বৈশা‌খে‌তে কাল‌বৈশ‌াখী দানব হ‌য়ে আসে
হার মা‌নেনা গাঁয়ের মানুষ, পরম সু‌খে হা‌সে।
‌জৈষ্ঠ্য মা‌সে আম-কাঁঠা‌লের মি‌ষ্টি মধুর র‌সে
তৃ‌প্তি মেটায় ঘ‌রে ঘ‌রে মে‌য়ে-জামাই এসে।


গগন ডা‌কে গুড়গু‌ড়ি‌য়ে আষাঢ়-শ্রাবণ মা‌সে
‌রিম‌ঝি‌মি‌য়ে বৃ‌ষ্টি প‌ড়ে, পুকুর-নদী ভা‌সে।
ভাদ্র মা‌সে পাকা তা‌লের গ‌ন্ধে মধুময়
আশ্বিনের আকাশটা‌কে বোঝা বড় দায়।


কা‌র্তি‌কের হালকা শী‌তে ব্যস্ত গা‌ছি জন
অগ্রহায়‌নে নতুন ধা‌নের গ‌ন্ধে ভা‌সে মন।
‌খেজুর র‌সের মজার পিঠা পৌ‌ষে ঘ‌রে ঘ‌রে
মা‌ঘের শী‌তে আগুন পোহার দৃশ্য চো‌খে পড়ে।


ফাগুনের মি‌ষ্টি হাওয়া যখন গাঁয়‌ে লা‌গে
চির সবুজ গাঁ খা‌নি মোর যৌব‌নে‌তে জা‌গে।
‌চৈত্র মা‌সে কাঠ ফাঁটা রোদ, মা‌টি চৌচির
বার মাসই গ্রাম খা‌নি মোর স্বপ্ন-সু‌খের নীড়।


১৩/১১/২০১৬ ইং, রাত ৯:৩০