হা‌রি‌য়ে গে‌ছে সে দিনগু‌লো
হা‌রি‌য়ে গে‌ছে খু‌শি
মানুষ যেন যন্ত্র এখন
ব্যস্ত বড় বেশী।
হা‌রি‌য়ে গে‌ছে শৈশবের দিন
মালা-টু‌লি পুতুল
‌ভোর বেলা‌তে ফুল কুড়া‌নো
‌শিউ‌লি বেলী বকুল।
হা‌রি‌য়ে গে‌ছে দুপুর বেলা
‌কৈশ‌রের সে দিন
ঘু‌ড্ডি, লা‌টিম সবই এখন
হ‌য়ে‌ছে বি‌লীন।


হা‌রি‌য়ে গে‌ছে গা‌য়ের পুকুর
ঝাপাঝা‌পির মেলা
হা‌ঁসের সা‌থে পাল্লা দি‌য়ে
ডুব-সাতা‌রের খেলা।
হা‌রি‌য়ে গে‌ছে ঝি‌লের জ‌লে
শাপলা তোলার দিন
মালা ক‌রে গলায় প‌রে
খু‌শির সীমাহীন।


হা‌রি‌য়ে গে‌ছে গোল্লাছুট আর
ঝুমুর, ড‌াংগু‌লি
কলার ভেলায় অ‌ভিযানের
মধুর সে‌ দিনগু‌লি।
হা‌রি‌য়ে গে‌ছে নানুর বলা
ভু‌তের উপাখ্যান
ভু‌তের ভ‌য়ে জ‌ড়োস‌ড়ো
‌কেঁ‌পে যেত প্রাণ।
হা‌রি‌য়ে গে‌ছে ছে‌লে‌বেলার
মধুর সেসব দিন
‌ইট-পাথ‌রের মতই এখন
কা‌টাই নি‌শি‌দিন।