আমি তো সুন্দরের পূজারি,
তবে কেন কুৎসিত মোর দারে।
আমি তো শ্যাম নয়ন দু'খানাই চেয়েছি;
তবে কেন অন্ধত্বর সঙ্গী পেয়েছি।
আমি অজস্রবার দেখেতে চেয়েছি;
তবে কেন পিছু ফের চাওনি।
আমি তো শুধু পড়ন্ত বিকালে একটু বেঞ্চিতে বসতে চেয়েছি;
তবে কেন অপেক্ষার পরেও আসো নিই।
আমি তো মাঝ রাতে খোলা চরণে সঙ্গী হয়ে হাটতে চেয়েছি;
তবে কেন ডাকার শেষে সাড়া দাওনি।
আমি তো বুকুলের মালা শরতে ঠিকিই দিয়েছি;
তবে কেন খোপাই পরোনি।
আমি তো শুধু প্রতিত্তুর চেয়ে;
তবে কেন আজও দাওনি।
আমি তো শুধু প্রীতি সঙ্গ চেয়েছি;
তবে কেন মাঝ রাস্তায় একা ছেড়ে আপনাই চলেছ।
আমি তো শুধু বেসেছি ভালো;
তবে কেন আজও তুমি আমার মেলোনি।