হিম  রিক্ত সবিতে ধরেছে;
বৃক্ষ তরূ কিংবা নরো মনেতে।
সবিতে শুধু শূন্যতা ঠাই পেয়েছে।
তবে কি,
সজীবতা গেল হেরে!
আছে যে শুধু সবি রোগে শোগে কেন বেঁচে?
এই হতাশা কেন আজ নব তরুণের বুকে?
তবে,
গেল কি মানব প্রেম হেরে?
ফাগুন কি ধরা দিবে না তাদের মাঝে?
কুচি পাতা সাজে সাজবেনা কি;
বৃক্ষ তরূ সবে?
মাতবেনা কি তনয়;
সুব্র ফুলি কুড়িয়ে তনায়ারে নিবেদন আনন্দয়ে?