আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে...।
কত্ত কি লিখি,
ছন্দে অছন্দে মনের যত সাধে।
শুরুর বর্ষার কালবৈশাখী ঝড়ের রাতে।


দূষণ।ধুলো দূষণ,ধোঁয়া দূষণ;
দূষণ ভরা শহর নগর।
সব থেকে মিললো মুক্তি;
রত্তি ঝড়ে খোদার দানে।