কুয়াশার চাঁদরে ঢাকা এই লগ্ন
একলা ঝিলের ধারে আমি লিখতেছি তোমায়;
হাজারো কল্পে ছলে বলে।
পাশের ডোবার পাড়ে রাতকারাণী সোবেছে;
গন্ধ বিলাছে আপনার মনে।এই সুব্রতার রেশ ধরে,
আমারো হৃদয় উল্লাসে আজ কইতে চাই তোমায়,
ওগো মোর কামনার লাবন্যময় হাসির অধিকারিণী,
আরাধনার বেশে পূজারির প্রণয়ের সুত্রে  
সবি দিলাম তোমারি চরণে দান।
ভালোবেসে এক লাজুক হাসিতে;
পূজারিকে দিবেন না হয় আজি সে প্রতিদান।