প্রাপ্তিতে প্রকাশে দায়বদ্ধতা রাখে কে?
সে যে আপনি আপনি আর কেহ না'হারে।
দু'আড়াই কর্ম-এ যাই করেছি;
আজি ফলাফলে প্রকাশিত হবে তাইরে।


যে কর্ম রাখিছে দায়িত্বতা;
সেই আজি হাসিবে;
পুলকে আনন্দের জোয়ার উর্মি দিয়া।


আর যে করিসনি কাজে সুব্যবহার ক্ষণরে;;
তবে মিচি কান্নার কেন ডংরে!


স্বীকারে আমি করি নাই সময় ব্যবহার।
করুণার পাত্র হতে চাই না বলে;
উত্তরীত হও আবার।
কাজে লাগাও প্রতিটি সময়;
দেখবে সফল্যর চাবি কাঠি  হবে তোমার।