আমি স্বপ্ন চারি দেবো দূরের গগন পাড়ি
মেঘের ঘোড়ায় চড়ে যাবো  মেঘের বাড়ি
মেঘের বাড়িতে গিয়ে স্বপ্নের মেঘ হবো
বিশাল আকাশ জুড়ে শুধু আমি রবো।


আমি হবো ডানপিটে মেঘের বালক
ওড়াবো হাওয়ায় হাওয়ায় রঙিন পালক।
খেলবো রঙের খেলা মেঘ আঙিনায়
রংধনু হয়ে রবো আকাশের গায় ।


কখনো বা কালো মেঘ কখনো বা শাদা
যে যাই বলুক কারো মানবো না বাধা।
লুকোচুরি খেলা মেঘবালিকার সাথে
খেলবো দুজন মিলে কাক ডাকা প্রাতে।


কখনো বা হাসিখুশি শাদা মেঘ হয়ে
কবিতা ও গান হবো সুর তাল লয়ে।
কখনো বা সাথি হবে উঁকি দেয়া রবি
লিখবে এসব নিয়ে কতো শত  কবি।


আমি কবিতা হলে  তুমি হবে কবি
আঁকিয়েরা এঁকে যাবে ক্যানভাসে ছবি
তুলির আঁচড়ে তারা দেবে কতো রঙ
সাজাবে আমায় নি্য়ে স্বপ্নের সঙ।