এক যে ছিলো পাহাড় এবং সাগর ঘেরা গাঁ,
সাগর জলে গা ভেজাতাম ছড়ার জলে পা।
ঘুম ভাঙত পাখির গানে, মুগ্ধ হতো মন,
সে সুর যেন আমার কানে বাজছে সারাক্ষণ।
সন্ধ্যা  হলেই সাগর পাড়ে এলিয়ে দিতাম গা
হিজল গাছের ডানায় চড়ে দুলিয়ে দুখান পা।
কিশোরিদল ওড়না ভরে কুড়িয়ে নিত  ফুল
হাস্নাহেনা, টগর, বেলি, পরতো কানে দুল।  
ভর দুপুরে পাড়ার ক’জন দুষ্টু কিশোর মিলে
গাছ পাকা আম,পাখির ছানা করতো শিকার ঢিলে
এসব এখন কেবল স্মৃতি, আমি যোজন দূরে,
ইচ্ছে করে ফিরে তাকায় মনের ডানায় উড়ে।