ও পাহাড়ি রং বাহারি
টুকটুকে লাল পরে শাড়ি
মেহদি হাতে বরের সাথে
যাবে বুঝি শ্বশুর বাড়ি?


ঝনঝনাঝন  সোনারা কাঁকন
পড়বে নুপুর কেউ
পরবে নাকে সোনার নোলক
ঊঠবে খুশির ঢেঊ।


আজ পাহাড়ি সাজবে
বিয়ের সানাই বাজবে
সেই খুশিতে রাত নিশিতে
পাড়া পড়শি নাচবে।